স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার রাঙ্খল পাড়ায় নাবালিকা ধর্ষণের ঘটনায় জড়িত বিজু রাংখলকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷
সংবাদ সূত্রে জানা গেছে জঙ্গল পাড়ার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিজু রাংখল নামে ওই যুবক৷ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে৷ পরবর্তী সময়ে সামাজিক স্বীকৃতির দাবি জানালে ওই যুবক তা অস্বীকার করে৷ এমনকি বাড়ি থেকে পালিয়ে যায়৷
শেষ পর্যন্ত বাধ্য হয়ে নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়৷ সে বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছি ল৷শেষ পর্যন্ত গত ৯ নভেম্বর ব্যাঙ্গালোর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷তাকে আদালতে প্রেরন করা হলে প্রাথমিকভাবে জেলহাজতে পাঠানো হয়েছিল৷
তেলিয়ামুড়া থানার পুলিশ তাকে পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল৷ পুলিশ রিমান্ডের ওপর শুনানির পর আদালত তাকে দু দিনের পুলিশ রিমান্ডে পাঠায় ৷অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷