অনলাইন ডেস্ক, ১৯ নভেম্বর।। সর্বক্ষণই দুজন দুজনের সাথে লড়ে চলেছে। একে অপরকে কিভাবে বিপদে ফেলবে তার ফন্দি আঁটতে থাকে দুজনই। মাঝে মাঝে নিজেদের সুবিধার জন্য বন্ধুত্ব করলেও তাদের ঝগড়াটাই বেশি জনপ্রিয়।
বহু বছর ধরেই ইঁদুর জেরি এবং তাঁর চিরশত্রু বিড়াল টমের সেই লড়াই-ই বহু মানুষকে বিনোদন দিয়ে আসছে। প্রত্যেকেরই ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে ‘টম অ্যান্ড জেরি’র খুনসুটির সেই স্মৃতি। ছোটবেলার নস্টালজিয়া উস্কে ফের একবার বড় পর্দায় ফিরছে সেই ‘টম অ্যান্ড জেরি’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রুনো মার্সের ‘কাউন্ট অন মি’ গান।
আর তার মধ্যেই গল্পকারকে বলতে শোনা যাচ্ছে, ‘টম অ্যান্ড জেরি’ পৃথিবীর সেই বিখ্যাত জনপ্রিয় শত্রু এবার বড় শহরে সবকিছু শুরু করতে প্রস্তুত। ‘টম অ্যান্ড জেরি’র ট্রেলারের শুরু হচ্ছে এইভাবেই। তারপর ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে জমে উঠেছে লড়াই। গোটা ট্রেলারটিতে তাঁদের হাজারো কীর্তিকলাপে মন মজবে দর্শকদের। জানা গিয়েছে, ছবিটি মুক্তি পাবে আগামী বছর।
প্রসঙ্গত, ইঁদুর-বেড়ালের এই লড়াইয়ের শুরুটা হয়েছিল ১৯৪০এ ‘পাস গেটস দ্যা বুটস’ ছবির হাত ধরে। তখন এই ইঁদুর বেড়ালের নাম ছিল জ্য়াপসার ও জিঙ্কস। পরবর্তীকালে জ্য়াপসার ও জিঙ্কস পরিচিতি পায় ‘টম অ্যান্ড জেরি’ নামে। ২০২১ এ মুক্তি পেতে চলা ‘টম অ্যান্ড জেরি’ ছবিটি পরিচালনা করেছেন টিম স্টোরি।