ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্তি হল অত্যাধুনিক পোসেইডন- ৮আই যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক, ১৯ নভেম্বর।। ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্তি হল অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী পোসেইডন- ৮আই যুদ্ধবিমান। আমেরিকার পর সবচেয়ে বেশি পরিমাণে বোয়িং নির্মিত যুদ্ধবিমানটি থাকল ভারতের কাছে। এই মুহূর্তে ভারতীয় নৌসেনার সম্ভারে রয়েছে ৯টি পি-৮আই যুদ্ধবিমান।

পি-৮আই যুদ্ধবিমানগুলি ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি। উপকূল এলাকায় নজরদারি, শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনের অবস্থান জানা এবং প্রয়োজনে আঘাত হানতে এই যুদ্ধবিমানগুলির জুড়ি মেলা ভার।

২০০৯ সালে এই বিমনটির প্রথম আন্তর্জাতিক ক্রেতা হিসেবে ৮টি বিমান খরিদ করতে আমেরিকার সঙ্গে চুক্তি করে ভারত। ২.১ বিলিয়ন ডলারের ওই চুক্তি মোতাবেক ৮টি বিমান নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার পর আরও ৪টি বিমান ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয় ভারত। বুধবার সেই চারটি বিমানের প্রথমটি গোয়ায় এসে পৌঁছয়।

চলতি বছরের মধ্যেই বাকি বিমানগুলিও ভারতীয় নৌসেনার হতে চলে আসবে বলে খবর।  মার্কিন মদতে ভারতের বেড়ে ওঠা অস্ত্রভাণ্ডার নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চিন। বিমানগুলিতে রয়েছে ৫০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম অত্যাধুনিক হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্র, হালকা ওজনের টর্পেডো ও ডেপথ চার্জ যা সাবমেরিন ধ্বংস করতে ব্যবহার করা হয়।

বর্তমানে তামিলনাড়ুতে নৌসেনার বিমানঘাঁটি আইএনএস রাজালিতে রয়েছে একটি পি-৮আই স্কোয়াড্রন। সম্প্রতি লাদাখে চিনের সঙ্গে সঙ্ঘাত চলাকালীন এই বিমানের মাধ্যমেই নজরদারি চালানো হয়েছিল। ২০১৭ সালে ডোকালামে দুই দেশের বাহিনী যখন মুখোমুখি অবস্থান করছিল, সেইসময়ও নামানো হয়েছিল এই বিমান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?