অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্যের দাবী তুলল সিপিএম

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার রাধানগরের কাঠালতলী এলাকায় গতকাল রাতে বিধবংসী অগ্ণিকান্ডে বেশ কিছু বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে৷ সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার সকালে পরিদর্শন করেন৷

পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন৷ কিভাবে ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ সেখান থেকে ফিরে এসে সিপিআইএমের এই প্রতিনিধি দলটি সদর মহকুমা শাসকের অফিসে গিয়ে মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবি জানান৷

এ বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করা হয় সেজন্য মহকুমা শাসকের কাছে তারা দাবি জানিয়েছেন৷ মহকুমা শাসক তাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি পরিবারকে আপৎকালীন সাহায্য হিসেবে  ৫০০০ টাকা প্রদান করা হবে৷ ক্ষয়ক্ষতি নিরূপণের পর সবর্োচ্চ ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে৷

সিপিআইএম প্রতিনিধিদলের সদস্যরা সদর মহকুমা শাসকের কাছে দাবি জানিয়েছেন যতদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন দেওয়া সম্ভব না হবে ততদিনপর্যন্ত তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে৷অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আবাসন তৈরি করে দিতে দ্রুত উদ্যোগ গ্রহণ করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ সদর মহকুমা শাসক অসীম সাহাপর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে সিপিআইএম প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?