অনলাইন ডেস্ক, ১৯ নভেম্বর।। রাজ্যের সম্মতি ছাড়া কোনও তদন্তে হস্তক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিল বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক নির্দেশ বিরোধী শাসিত রাজ্যগুলিকে স্বস্তি দেবে।
কারণ, সিবিআই তদন্তের জন্য এখন সংশ্লিষ্ট রাজ্য থেকে অনুমতি নেওয়া এবার থেকে বাধ্যতামূলক। ২০১৯ সালের অগাস্ট মাসে উত্তর প্রদেশের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি মামলায় ইলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের হয়েছিল৷
এই মামলায় রায় দিতে গিয়ে দেশের শীর্ষ আদালত জানায়, ‘‘আইন অনুযায়ী, রাজ্যের সম্মতি ছাড়া সিবিআইকে কোনও মামলায় নিয়োগ করতে পারে না কেন্দ্র৷ এ বিষয়ে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক৷ সংবিধানে উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সঙ্গে সঙ্গতি রেখেই এই আইন তৈরি করা হয়েছে৷’’
ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, কেরালা, মহারাষ্ট্র, পঞ্জাব এবং মিজোরামে সিবিআই তদন্তেরর জন্য রাজ্য সরকারের অনুমতি বাধ্যতামূলক করেছে। এই আইনটি সংবিধানের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানিয়েছে বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ।