শরণার্থী ইস্যুতে কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৮ নভেম্বর।। ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে আপত্তির জেরে কাঞ্চনপুরে জয়েন্ট মুভমেন্ট কমিটি আহূত অনির্দিষ্টকালের ধর্মঘটকে ঘিরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করা হয়েছে৷

যদিও বুধবার ১৪৪ ধারাকে উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমেছেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার বিরোধিতা করে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন৷ তাতে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ মহকুমা পুলিশ আধিকারিকের দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন৷ আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷

কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস বলেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও মানুষের জমায়েত হয়েছে ঠিকই৷ তবে সকলেই শান্তিপূর্ণভাবে আন্দোলনে শামিল হয়েছেন৷ তাঁর দাবি, দুই সহস্রাধিক মহকুমাবাসী আজ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন৷ কিন্তু, কোনও ধরনের উশৃঙ্খল আচরণ কেউ করছেন না৷

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্থানে স্থানে পুলিশ ও টিএসআর-এর সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে৷

এদিকে, জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্য রঞ্জিত নাথের বক্তব্য, অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হলে ত্রিপুরা সরকারকে আমাদের সমস্ত দাবি মানতে হবে৷ তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলন করছি৷

সরকারকেও আমাদের দাবি পূরণে বিবেচনা করতেই হবে৷ এদিন, ধর্মঘটের জেরে ছাত্রছাত্রীরা সুকলে যেতে পারেনি৷ বাজারহাট, দোকানপাট, অফিস-আদালত সমস্তই বন্ধ৷ তবে পরিস্থিতি যাতে বিগড়ে না যায় সেজন্য গতকাল রাতে কাঞ্চনপুরের মহকুমাশাসক আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?