কৈলাসহরে স্বাস্থ্যকর্মীকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৮ নভেম্বর৷৷  ঊনকোটি জেলার কৈলাসহরে স্বাস্থ্যকর্মীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে ইরানের থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গেছে কৈলাশহর হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মী বিকেল চারটে নাগাদ ডিউটি শেষ করে কৈলাশহর থানার সামনে থেকে গাড়িতে উঠে বাড়িতে যাওয়ার জন্য৷

গাড়িতে ওঠা অন্যান্য যাত্রীরা রাস্তায় নেমে গেলে গাড়িচালক গাড়িটি নির্দিষ্ট রাস্তায় না নিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন গাড়িতে থাকা ওই স্বাস্থ্যকর্মী গাড়িচালককে জিজ্ঞাসা করলে চালক জানায় সহজ রাস্তা দিয়ে তাকে নির্ধারিত স্থানে পৌঁছে দেবে৷ কিছুক্ষণ বাদেই ওই গাড়িটি জঙ্গল পথ ধরে নির্জন জায়গায় গিয়ে দাঁড়ায়৷সেখান থেকে ওই স্বাস্থ্যকর্মীকে টেনে বলপূর্বক জঙ্গলে নিয়ে যায়৷ তিনজন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷

এ ব্যাপারে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী ইরানি থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে৷ ধর্ষিতা  স্বাস্থ্যকর্মী আরো জানিয়েছে অভিযুক্তরা তাকে প্রাণনাশ করার হুমকিও দিয়েছে৷ ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ স্বাস্থ্যকর্মী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ নড়েচড়ে বসে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই কৈলাশহর সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷উল্লেখ্য রাজ্যে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷রাজ্যে নারী নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?