অনলাইন ডেস্ক, ১৯ নভেম্বর।। ভাইজানের ভক্তদের জন্য খারাপ খবর। করোনা ভাইরাসের হানা সলমান খানের বাড়িতে। করোনা আক্রান্ত সলমনের গাড়ির চালক ও দুই কর্মী। এরপরই নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের সুলতান।
আগামী ১৪ দিন তিনি সপরিবারে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন। আক্রান্ত কর্মী ও চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকদিন পরেই ছিল সলমনের বাবা-মা সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকীর উদযাপন।
পরিকল্পনা ছিল ধুমধাম করে সেই অনুষ্ঠান পালন করবে খান পরিবার। কিন্তু আপাতত সেসব স্থগিত। কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই দ্রুত আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেন সলমন।
পাশাপাশি তাঁর কর্মীরা যাতে হাসপাতালে সঠিক ভাবে চিকিৎসা পরিষেবা পান, সে ব্যাপারটাও নিশ্চিত করেন তিনি। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সম্প্রচার চলছে। সামনেই নতুন এপিসোডের জন্য শুট করার কথা ছিল সলমনের। এই পরিস্থিতিতে সেটা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে।