অনলাইন ডেস্ক, ১৯ নভেম্বর।। জঙ্গি দমনে ফের বড়সড় সাফল্য সেনাবাহিনীর। বৃহস্পতিবার ভোরে জম্মু-কাশ্মীরের নাগ্রোটা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ সন্ত্রাসবাদীর। সংঘর্ষের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। নাগ্রোটা ও উধমপুরের টিলটিং এলাকায় সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে উধমপুরে কড়া হয়েছে নিরাপত্তা।
সূত্রের খবর, এ দিন ভোরে একটি ট্রাকে নাগ্রোটার বান অঞ্চলে জাতীয় সড়কের উপরে থাকা টোল প্লাজার পৌঁছয় জঙ্গিরা। এরপরই হঠাৎ টোল প্লাজার কাছে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বান টোল প্লাজায় জঙ্গি-নিরাপত্তা বাহিনী সংঘর্ষ এখনও চলছে। গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। এর আগে গতকাল সন্ধেতেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের টার্গেট করে জঙ্গিরা।
তবে তাদের ছোঁড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে ফেটে যাওয়ায় জখম হন অন্তত ১২ জন সাধারণ নাগরিক। এ দিনের সংঘর্ষের সঙ্গে গত জানুয়ারি মাসে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনীর উপরে এই বান টোল প্লাজার কাছেই সন্ত্রাসবাদীদের হামলার তুলনা টেনেছেন সিআরপিএফ মুখপাত্র শিবনন্দন সিং।