মহিলাদের সুরক্ষার দাবীতে আগরতলায়নারী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পুলিশ সুপারকে ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজ্যের নারী সুরক্ষার দাবিতে বুধবার সারা রাজ্যের সাথে পশ্চিম জেলাতেও ৩ টি মহকুমা নারী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ মিছিলটি শেষ হয় পুলিশের সদর কার্যালয় সম্মুখে বিক্ষোভ দেখায় প্রদর্শনের মধ্য দিয়ে৷ সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় নারী সমিতির পশ্চিম জেলা কমিটির নেতৃত্বেরা৷

পরে একটি প্রতিনিধিদল পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাসের কাছে ডেপুটেশন প্রদান করেন৷ ডেপুটেশনের পর নারী সমিতির সাধারণ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্যের জানান, নারীদের সুরক্ষার স্বার্থে গোটা রাজ্যে সমস্ত মহকুমায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হচ্ছে৷

নারীদের সুরক্ষার বিষয়ে বর্তমান সরকারের কোনো রকম দায়িত্বের কথা মাথায় রাখছে না৷ প্রতিদিন রাজ্যে কোন না কোন প্রান্তে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে৷ ৬ বছর শিশুকন্যা থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা এই নরকীয় ঘটনা থেকে রেহাই পাচ্ছে না৷ পাশাপাশি গৃহবধূ খুনের ঘটনা রাজ্যে বেড়ে চলেছে৷ এ বিষয়ে রাজ্য সরকারকে একাধিকবার অবহিত করা হলেও সরকার কোনরকম দায়িত্ব নিয়ে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা রদ করার উদ্যোগ গ্রহণ করছে না৷

আদালত থেকে যে সমস্ত ধারা অনুযায়ী নারী সংক্রান্ত ঘটনা মোকাবিলা করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলির প্রশাসনকে, ত্রিপুরা রাজ্যের থানার গুলিতে সেইসব ধারা অনুযায়ী দুষৃকতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে না৷ ফলে দুষৃকতীরা প্রতিদিন ভয় মুক্তভাবে অপরাধ জনক ঘটনা করে রেহাই পেয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন৷

এমনকি সরকার সর্বদলীয় বৈঠক ডেকে নারী সংক্রান্ত ঘটনা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাইছে না৷ সরকার যদি কোনরকম আইনত কঠোর সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডেপুটেশনে যাওয়া হবে৷ গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?