অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।। ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন আগেই। এবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার রাত ১১টা ৪০ নাগাদ ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “অভিনন্দন জানানোর জন্য প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললাম। ইন্দো-মার্কিন কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে আমাদের দৃঢ় সংকল্পে জোর দিলাম।
করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার মতো বিষয়ে দু’পক্ষের অগ্রাধিকার এবং উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে।”ভারত-মার্কিন সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও ফের অভিনন্দন জানান তিনি।
ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘নব-নির্বাচিত মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও উষ্ণ অভিনন্দন জানানোর কথা বলেছি। ভারতীয়-মার্কিনদের কাছে তাঁর সাফল্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণামূলক।’ ট্রাম্পের নির্বাচনী প্রচারে গিয়ে ‘অব কি বার, ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এ নিয়ে দেশে তৈরি হয় বিতর্ক।
আবার ট্রাম্প, প্যারিস জলবায়ু চুক্তিকে নাকচ করার সময়ও ভারতকে বেশি সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার বাইডেন-হ্যারিস ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন দিকে বাঁক নেয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।