চপার কেলেঙ্কারিতে তাঁর নাম জড়াল কংগ্রেসের আরও হেভিওয়েট নেতা

অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।।অগাস্টা- ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে এবার নাম জড়াল ইউপিএ জমানার মন্ত্রী সলমন খুরশিদ ও সনিয়া গান্ধীর অতিঘনিষ্ঠ আহমেদ প্যাটেলের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই মামলার অন্যতম অভিযুক্ত চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট তথা কংগ্রেস নেতা রাজীব সাক্সেনাকে জিজ্ঞাসাবাদ করেই প্রথম সারির বেশ কয়েকজন নেতার নাম পেয়েছে তদন্তকারী সংস্থা। ওই খবরকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে বিজেপি।

এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আহমেদ প্যাটেল। এমন সময় দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারির মধ্যে অন্যতম চপার কেলেঙ্কারিতে তাঁর নাম জড়াল। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রাজীব যে সমস্ত কংগ্রেস নেতার নাম জানিয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট হলেন আহমেদ প্যাটেল। এরপরেই বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা ইউপিএ জমানার মন্ত্রী সলমন খুরশিদ।

নাম রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছোট ছেলে বকুল নাথেরও। অভিযোগ, কমল নাথের ভাইপো রাতুল পুরির মাধ্যমেই নাকি মিডল ম্যান ক্রিশ্চিয়ান মিশেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল বকুলের। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিবৃতির দাবি করেন।অভিযোগ, ৫টি ভিভিআইপি হেলিকপ্টার কেনার জন্য প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী-সহ তৎকালীন ইউপিএ সরকারের একাধিক নেতা ঘুষ নিয়েছেন।

ইটালির হেলিকপ্টার নির্মাণকারী সংস্থা অগস্টা ওয়েস্টল্যান্ড ‘মিডল ম্যান’ ক্রিশিয়ান মিশেলের মাধ্যমে চুক্তিটিকে প্রভাবিত করেছে। প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকার হেলিকপ্টার দুর্নীতি মামলার যৌথভাবে তদন্ত করছে সিবিআই ও ইডি। ২০১৮ সালের জুলাই মাসে ক্রিশ্চিয়ান মিশেলের গ্রেফতারির পর থেকেই একের পর এক কংগ্রেস নেতার নাম এই দুর্নীতিতে জড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল হেভিওয়েট কংগ্রেস নেতাদের নামও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?