নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার সিধাইয়ে, মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৭ নভেম্বর৷৷  সিধাই থানা এলাকার ঘনিয়া সাধুপাড়া থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ কালী পূজার দিন থেকে ওই যুবক নিখোঁজ ছিল৷ তার নাম খোরাং দেববর্মা৷ সোশ্যাল মিডিয়ায় পরিবারের লোকেরা মৃতদেহটি দেখতে পেয়ে হাসপাতালে ছুটে আসেন৷ জিবি হাসপাতালে এসে পরিবারের লোকজনরা মৃতদেহটি শনাক্ত করেন৷

কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছিল৷
পরিবারের লোকজন জানান কালী পূজার দিন দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল  ওই যুবক৷ তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷

অবশেষে জিবি হাসপাতালের মর্গে তার মৃতদেহ পাওয়া গেছে৷ কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে জিবি আউট পোস্টের পুলিশ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?