জম্মু–কাশ্মীরে সেনা ছাউনিতে তুষার ধস, শহিদ এক জওয়ান

অনলাইন ডেস্ক, ২৮ নভেম্বর।। জম্মু–কাশ্মীরে সেনা ছাউনিতে তুষার ধস। মর্মান্তিক ওই ঘটনায় শহিদ এক জওয়ান। আহত আরও দু’জন। বুধবার এমনই দুঃসংবাদ জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। বেশ কয়েকদিন ধরেই ভূস্বর্গে শুরু হয়েছে তুষারপাত।

পাহাড় থেকে রাস্তাঘাট সমস্তটাই প্রায় বরফের সাদা আস্তরণে ঢেকেছে। যার জেরে স্থানীয় মানুষজন এবার ফের পর্যটনে আশা দেখছেন। কিন্তু এরমধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল কুপওয়াড়া জেলার তংধর অঞ্চলের রোশন পোস্টে।

জম্মু–কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানাচ্ছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। সেনা ছাউনির ওপরে হুড়মুড়িয়ে ধস নামার পরই দ্রুত জখম সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা নিখিল শর্মাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি রাষ্ট্রীয় রাইফেলের রাইফেলম্যানের পদে ছিলেন। বাকি দুই জওয়ান  রমেশচাঁদ ও গোবিন্দর সিং আহত অবস্থায় চিকিৎসাধীন।

সোমবারই তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল কাশ্মীরের কুপওয়াড়া, বান্দিপোরা, বারামুলা ও গান্দেরবাল জেলায়। এমনিতে শীত পড়তে শুরু করার পর থেকেই কাশ্মীরের উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে ভারী তুষারপাত শুরু হয়েছে। রবিবার রাতেই তুষারপাতে আটকে পড়া দশজনকে উদ্ধার করে ভারতীয় সেনা। তাদের মধ্যে দু’জন মহিলা ও শিশুও ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?