অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।। করোনা অতিমারির কারণে সম্ভাবনাটা আগেই তৈরি হয়েছিল। মঙ্গলবার ফিফা জানিয়ে দিল, ২০২১ সালে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হবে না ভারতে। তার পরিবর্তে ২০২২ সালে ভারতকেই আবার সেই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। ব্যুরো অব ফিফা কাউন্সিল সার্বিক পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছে।
তারই সঙ্গে ফিফার তরফে জানানো হয়েছে, করোনার কারণেই কোস্টা রিকায় হতে যাওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও বাতিল করা হয়েছে। ২০২২ সালে সেখানেই বসবে তার আসর। বিবৃতিতে বলা হয়েছে, “ফিফা কনফেডারেশনস করোনা সংক্রমণের মাত্রা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২১ সালে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়।
তাই এই দুটি প্রতিযোগিতাই বাতিল করা হল। ২০২২ সালে ভারত এবং কোস্টা রিকায় এই দুটি প্রতিযোগিতা হবে। ফিফা ব্যুরো অব কাউন্সিল সেই প্রস্তাবে পূর্ণ সম্মতি জানিয়েছে।” হিসেব মতো নভেম্বর মাসেই ভারতে আয়োজিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। কিন্তু বিশ্ব জুড়ে করোনা অতিমারির কারণে প্রতিযোগিতা আয়োজনের সময় পাল্টে ফেলা হয়। ঠিক হয়, ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে মেয়েদের বিশ্বকাপ হবে।
কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ব জুড়ে নতুন করে কোভিডের সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রতিষেধকও আবিষ্কৃত হয়নি। তাই ফিফা আর কোনও ঝুঁকি নিতে চায় না। তাই ২০২১ সালে এই দুটি প্রতিযোগিতা বাতিল করে ২০২২ সালে তা আয়োজন করার সিদ্ধান্ত নেয়। তাছাড়াও আফ্রিকা ফুটবল কনফেডারেশনস, উত্তর এবং মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, করোনার কারণে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষই করা যায়নি।
এই অবস্থায় বিশ্বকাপে কোন দেশ খেলতে যাবে, তা ঠিক করা অসম্ভব। সেক্ষেত্রে প্রতিযোগিতা যদি এক বছর পিছিয়ে দেওয়া যায়, তা হলে ধরা যেতে পারে আগামী বছর ধীরে ধীরে পরিস্থতি স্বাভাবিক হবে এবং সেই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিও শেষ করা যাবে। এর পরেই ফিফার ব্যুরো অব কাউন্সিলের সদস্যরা তা নিয়ে আলোচনায় বসেন। তখনই ঠিক হয় ২০২১ সালে এই দুটি প্রতিযোগিতা হবে না। তা হবে ২০২২ সালে।