বিতর্কিত ড্র-এর ধাক্কা সামলে ফের জয়ের সরণিতে আর্জেন্তিনা

অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।। প্যারাগুয়ের বিরুদ্ধে বিতর্কিত ড্র-এর ধাক্কা সামলে ফের জয়ের সরণিতে আর্জেন্তিনা। ভারতীয় সময় বুধবার সকালে তারা ২-০ গোলে হারিয়ে দিয়েছে পেরুকে। গোল করলেন নিকোলাস গনসালেস এবং লাউতারো মার্তিনেস। গোল না পেলেও দলকে শুরু থেকে শেষ পর্যন্ত চালনা করলেন অধিনায়ক লিওনেল মেসি। ঘরের মাঠে পেরু কোনও সময়েই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আর্জেন্তিনার বিরুদ্ধে। টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে লিওনেল স্কালোনির দল দেশের মানুষের মুখে আবার ফিরিয়ে এনেছে স্বস্তির হাসি।

যা নিয়ে ম্যাচের পরে মেসি বলেছেন, “শুরু থেকেই আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। কোনও গোলের সুযোগই নষ্ট হতে দিইনি। তবে দুটো গোলের বাইরে অনেক গোলের সুযোগও তৈরি হয়েছিল। আমাদের এবার সেই সুযোগগুলোকেও গোলে পরিণত করার কায়দাটা আয়ত্তে আনতে হবে।” যোগ করেছেন, “আগের ম্যাচেও আমাদের জয় নিশ্চিত ছিল যা হয়ে ওঠেনি।

তাই এই জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ফুটবলে এমন উত্থান-পতনের মধ্যে দিয়ে এগোতে হয়। আমরাও নিজেদের তৈরি রাখব।” দলের জয়ে খুশি কোচ স্কালোনিও। তিনি বলেছেন, “দলের ফুটবল দেখে মনে হয়েছে প্রত্যেকে এটা উপলব্ধি করেছে যে, যোগ্যতা অর্জন পর্বে কোনও দলই দুর্বল নয়। বরং পরের দিকে ম্যাচগুলো আরও জটিল হয়ে উঠতে পারে।

তাই শুরুতেই গোলের সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে হবে।” অধিনায়ক মেসির প্রশংসা করে স্কালোনি বলেছেন, “লিও এই দলের মানসিকতা পাল্টে দিয়েছে। সকলকে ও এটা বোঝাতে পেরেছে যে, ২০২২ বিশ্বকাপে আর্জেন্তিনাকে ভাল কিছু করে দেখাতেই হবে। দেশের মানুষকে উপহার দিতে হবে বিশ্বকাপ এবং তার জন্য এই প্রস্তুতির অধ্যায়ে কোনও ফাঁক রেখে দিলে চলবে না। ওর মতো ফুটবলারের থেকে সেটাই আমরা বরাবর আশা করে এসেছি।”

চোটের কারণে বাইরে রয়েছে সের্খিও আগুয়েরো। খেলেননি পাওলো দিবালাও। তাঁদের নিয়ে স্কালোনি বলেছেন, “ওরা দুজন চলে এলেই দলের মেজাজ পাল্টে যাবে। তখন রণকৌশলে আরও বৈচিত্র আসবে। তা ছাড়া আমার দল আত্মতুষ্টিতে ভোগে না। প্রত্যেক ম্যাচে নিজেদের খেলাকে উন্নত করতে হবে। যার ফলে যে কোনও জয়কেই আমরা দলীয় সাফল্য অথবা হারকে দলীয় ব্যর্থতা হিসেবেই দেখছি। কাউকে বিশেষ করে চিহ্নিত করাটা উচিত নয় বলেই আমি মনে করি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?