ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৭ নভেম্বর।। চলন্ত ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ঘটনা সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার অন্তর্গত ডুপিরবন্দে অবস্থিত কাকরি সেতু সংলগ্ণ এলাকায়৷ রেল পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷

ঘটনার বিবরণে প্রকাশ, আজ মঙ্গলবার সকালের দিকে ধর্মনগর থেকে অসমের বদরপুরগামী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির৷ স্টেশন মাস্টারের খবরের ভিত্তিতে প্রথমে রেলকর্মীরা ঘটনা সম্বন্ধে জানতে পেরে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির একটি কাটা পায়ের অংশ উদ্ধার করেন৷

পরবর্তীতে স্থানীয় লোকজন এবং রেল পুলিশের তল্লাশিতে কাকরি নদীতে ছিটকে পড়া অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে ধর্মনগর জিআরপি থানার ওসি সৌমেন সরকার জানান, আজ সকালে রেলের ইঞ্জিনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি৷

তবে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ধর্মনগর জিআরপি থানার ওসি সৌমেন সরকার৷ পাশাপাশি একটি ইউডি মামলা রুজু করে তদন্ত শুরু কর হয়েছে বলে জানান তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?