ভি এস যাদব রাজ্য পুলিশের নতুন ডিজি, দেখা করলেন মুখ্যমন্ত্রীর সাথে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ নভেম্বর।। রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন ভি এস যাদব। ৩১ জানুয়ারী এ কে শুক্লা-র অবসর গ্রহণের পর প্রায় ১০ মাস ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব সামলেছেন রাজীব সিং।

আজ ত্রিপুরা সরকারের অবর সচিব মহম্মদ এইচ রহমান নতুন ডিজিপি-র নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছেন। ভি এস যাদব ১৯৮৭ ব্যাচের আইপিএস আধিকারিক। ইউপিএসসি তাঁর নিযুক্তি-তে সিলমোহর দেওয়ায় ত্রিপুরা সরকার আজ তাঁকে পুলিশের মহানির্দেশক পদে বসিয়েছে।গত অক্টোবর মাসে ত্রিপুরায় ডিজিপি পদে নিযুক্তি-তে ইউপিএসসি তিনজন আইপিএস আধিকারিকের প্যানেলে সিলমোহর দিয়েছিল।

ভি এস যাদব ছাড়া ওই তালিকায় ছিলেন অনুরাগ ধ্যানকার এবং রাজীব সিং। ভি এস যাদব বর্তমানে ওবিসি কল্যাণ দফতরে প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন। অনুরাগ ধ্যানকার নয়াদিল্লি-তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিপিআরএন্ডডি-তে আইজি পদে দায়িত্ব সামলাচ্ছেন। এছাড়া, রাজীব সিং বর্তমানে ত্রিপুরায় পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

ইতিপূর্বে, ত্রিপুরা সরকার ১৯৮৮ ব্যাচের অমিতাভ রঞ্জন-কে ডিজিপি হিসেবে চেয়েছিল। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে ছাড়েনি। ফলে, ডিজিপি-র নিযুক্তি-তে অনেকটা বিলম্ব হয়েছে। কারণ, মাঝে ত্রিপুরা সরকার ডিজিপি পদে নিয়োগে ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছরের চাকুরীর অভিজ্ঞতায় ছাড় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু, সুপ্রিম কোর্ট এ-বিষয়ে ত্রিপুরা সরকার-কে কোন ছাড় দেয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?