ভিত্তিপ্রস্তর স্থাপিত হল আমবাসা আর.ডি. ব্লকের নতুন ভবনের

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৭ নভেম্বর।।
মঙ্গলবার আমবাসা আর.ডি. ব্লকের আওতাধীন জগন্নাথপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো আমবাসা আর.ডি. ব্লকের নতুন ভবনের জন্য। ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা মহোদয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেববর্মা, আমবাসা মহকুমা শাসক জে.ভি. দোয়াতি সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন আমবাসা ব্লকের দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিক তক্সিরাই দেববর্মা। জগন্নাথপুর এলাকায় ৪৩৬ স্কয়ার মিটার জায়গা জুড়ে গড়ে উঠবে আমবাসা আর. ডি. ব্লকের নতুন ভবন। প্রাথমিক পর্যায়ে ব্যয় ধার্য করা হয়েছে ১ কোটি  ৩৫ লক্ষ টাকা। এদিন ফলক উন্মোচন ও ভূমি পূজার মধ্য দিয়ে শুরু হয় নির্মাণ কাজ।

ফলক উন্মোচন করেন বিধায়ক পরিমল দেববর্মা। মঞ্চে বিরাট সংখ্যক সমাজসেবীদের উপস্থিতিও লক্ষ্য করা যায় কিন্তু আশ্চর্যজনক ভাবে জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত কে দেখা যায়নি। আমবাসা মহাকুমায় জেলা পরিষদের সদস্য একজনই রয়েছে কিন্তু আমন্ত্রণপত্রে  উনার নাম নেই। এমনকি এত বড় কর্মযজ্ঞে আমবাসা মন্ডল সভাপতিকে ও দেখা যায়নি।

প্রশ্ন হচ্ছে আদৌউনাদের আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সেটাই সব চাইতে বড় বিষয়। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যায় উনাদের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গুঞ্জন সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে প্রাঙ্গণেই। তবে কি কারণে এ ধরনের কাজ করা হয় সেটাই এখন প্রশ্ন চিহ্নের দাঁড়িয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?