প্রকাশিত সংবাদ সম্পর্কে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বক্তব্য

আগরতলা, ১৭ নভেম্বর।। আজ ১৭ নভেম্বর, ২০২০ তারিখে স্থানীয় কয়েকটি সংবাদপত্রে এই প্রথম রাজ্যে জাতীয় প্রেস ডে উদযাপন হল না বিষয়ে প্রকাশিত সংবাদ তথ্য ও সংস্কৃতি দপ্তরের নজরে এসেছে৷ প্রকাশিত সংবাদ সম্পর্কে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে বলা হয়েছে, প্রতি বছর ১৬ নভেম্বর রাজ্যে জাতীয় প্রেস ডে উদযাপন করা হয়৷

তথ্য ও সংস্কৃতি দপ্তর আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে৷ প্রতিবছরই জাতীয় প্রেস ডে উপলক্ষে প্রেস কাউন্সিল অব ইণ্ডিয়ার পক্ষ থেকে জাতীয় প্রেস ডে উদযাপন উপলক্ষে সেমিনারে আলোচনার মূল বিষয়বস্তু উল্লেখ করে রাজ্য সরকারের কাছে একটি নির্দেশিকা আসে৷ কিন্তু এবার কোভিড-১৯ পরিস্থিতিতে প্রেস কাউন্সিল অব ইণ্ডিয়া থেকে কিভাবে জাতীয় প্রেস ডে উদযাপন করা হবে এবং সেমিনারে আলোচনার মূল বিষয়বস্তু কি হবে এ ধরণের কোনও নির্দেশিকা আসেনি৷ তাই তথ্য ও সংস্ক’তি দপ্তর জাতীয় প্রেস ডে উপলক্ষে রাজ্যস্তরে যে অনুষ্ঠানের আয়োজন করে তা উদযাপনের কোনও উদ্যোগ নেয়নি৷

উল্লেখ্য, গত ৮ আগস্ট, ২০১৮ তারিখে প্রেস কাউন্সিল অব ইণ্ডিয়ার সচিব অনুপমা ভাটনগর রাজ্যের মুখ্যসচিবকে এবং গত ৯ আগস্ট, ২০১৯ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জাস্টিস চন্দ্রমৌলি কুমার প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এক চিঠিতে রাজ্যে জাতীয় প্রেস ডে উদযাপনের বিষয়ে এবং সেমিনারের বিষয় উল্লেখ করে চিঠি দিয়েছিলেন ৷

প্রকাশিত সংবাদে জাতীয় প্রেস দিবসেই আজ তিন প্রবীণ সাংবাদিকের সরকারি স্বীকৃতিপত্রে মর্যাদার অবমাননা করা হয় সম্পর্ণ বেআইনিভাবে বলে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়৷ কারণ সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের স্বীকৃতিপত্রের মর্যাদার অবনমন করার কোনও উদ্যোগ তথ্য ও সংস্কৃতি দপ্তর নেয়নি৷ তাই প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিকে এই বিষয়টি অবগত করার কোনও প্রশই উঠে না৷ ওয়েবসাইটে অনবধানবশত এই ত্রটি হয়েছে৷

তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এটা সংশোধন করা হয়েছে৷ তাই জাতীয় প্রেস দিবসে সংবাদ মাধ্যমেকে উপেক্ষা করা বা সাংবাদিকদের মর্যাদার উপর আঘাতের কোন অভিপ্রায় সরকার বা তথ্য ও সংস্ক’তি দপ্তরের নেই৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?