অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর।। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসিত সোনু সুদ। লকডাউন পর্বে মানবিকতার জন্য সবার মন জয় করছেন অভিনেতা। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়ে তাঁদের মুখে খাবার তুলে দিলে দিয়ে এক অন্য নজির স্থাপন করেছেন।
তুমুল জনপ্রিয়তার জন্য এবার এই বলিউড অভিনেতাকে পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
পাঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এস করুণা রাজুকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়েছে যে, তাঁর দফতরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এবং কমিশন তা অনুমোদন করেছে। অর্থাৎ, পাঞ্জাবের রাজ্য আইকন হিসেবে সোনু সুদকে মান্যতা দিল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, পাঞ্জাবের মোগা জেলার ভূমিপুত্র সোনু সুদ। মার্চ মাসে দেশে লকডাউনের সময় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন।
এতেই শেষ নয়, লকডাউন ওঠার পরও তিনি বিভিন্ন মানবতামূলক কাজকর্ম সমাজের সমস্ত অংশের প্রশংসা আদায় করে নিয়েছে। সম্প্রতি তিন মাসের শিশুকে দত্তক নেওয়ার পাশাপাশি চার মাসের শিশুর হার্ট অপারেশনের জন্য ৭ লক্ষ টাকা সাহায্য করেন তিনি।