কালীপুজো উদ্বোধন করায় খুনের হুমকি শাকিব-আল-হাসানকে

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর।। পদ্মাপার থেকে কলকাতায় কালীপুজো উদ্বোধন করতে আসার পরিণাম যে এতটা ভয়াবহ হবে, কে জানত! তিনি নিজেও কী জানতেন, সরাসরি একেবারে খুনের হুমকি দিয়ে দেওয়া হবে বাংলাদেশি অলরাউন্ডার শাকিব-আল-হাসানকে! রীতিমতো ফেসবুক লাইভ করে, দা উঁচিয়ে!

আর তার প্রভাব এতটাই হবে যে, স্বয়ং শাকিবকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে! গত শুক্রবার কাঁকুড়গাছির পরেশ পালের পুজোর উদ্বোধন করতে শহরে এসেছিলেন। ঢাকা থেকে মাত্র একদিনের জন্য কলকাতা সফরে আসেন শাকিব। কালীপুজো উদ্বোধন করে পরদিন অর্থাৎ শনিবার ভোরেই দেশে ফিরে যান ওয়ানডে ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার।

ঝামেলা শুরু হয় রবিবার রাত থেকে। গতকাল রাত বারোটা নাগাদ এক ফেসবুক লাইভে মহসিন তালুকদার নামের এক যুবক হত্যার হুমকি দেন শাকিবকে। সঙ্গে কদর্য ভাষায় আক্রমণ করেন। রীতিমতো দা উঁচিয়ে শাকিবকে টুকরো-টুকরো করে ফেলার হুমকি দেওয়া হয়! শুধু তাই নয়, সিলেটের বাসিন্দা মহসিন এও বলে রাখেন যে, শাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটে ঢাকা যাবেন। চিত্রনাট্যের এখানেই শেষ নয়।

এরপর সোমবার ভোর ছ’টা নাগাদ আবার ফেসবুক লাইভ করেন ওই যুবক। প্রথমে ভিডিওর জন্য ক্ষমা চান। তারপর সরাসরি বলেন, শাকিবকে তিনি একটা সুযোগ দিতে চান। বাংলাদেশ অলরাউন্ডারকে তিনি জাতির কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিচ্ছেন। শাকিবকে গোটা বাংলাদেশের জনতার কাছে কালীপুজো উদ্বোধনের কারণে ক্ষমা চাইতে হবে। পুরো ঘটনার পর ভালরকম তোলপাড় শুরু হয় পদ্মাপারে।

শাকিবের মতো আন্তর্জাতিক মহাতারকাকে এহেন ধর্মান্ধতার শিকার হতে হবে, অনেকেই ভাবতে পারছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট পুলিশ, সিলেট প্রশাসন– দু’তরফেই যোগাযোগ করা হয়েছে পুরো বিষয়টা জানিয়ে। পুরো ঘটনার নিন্দা করে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে।

জানা গেছে, সাইবার ক্রাইম বিভাগে বিষয়টাকে গভীর গুরুত্ব সহকারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা বাড়াবাড়ির দিকে যাচ্ছে দেখে, শাকিব নিজেই পরিস্থিতি শান্ত করতে ময়দানে নেমে পড়েন। নিজের ইউটিউব চ্যানেলে বার্তা দিয়ে বলে দেন যে, তিনি যদি জনতার ভাবাবেগকে আঘাত দিয়ে থাকেন, তাহলে তার জন্য তিনি দুঃখিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?