দুষ্কৃতীর হামলায় পাম্প অপারেটর রক্তাক্ত, কাঞ্চনপুরে তীব্র উত্তেজনা

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৭ নভেম্বর।। দুষ্কৃতীর হামলায় পাম্প অপারেটরের রক্তাক্ত হওয়ার ঘটনায় কাঞ্চনপুরে প্রচন্ড উত্তেজনা দেখা দিয়েছে। ওই ঘটনায় দুই গোষ্ঠির মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই ঘটনায় ব্রু শরণার্থী-দের উপর অভিযোগের আঙ্গুল উঠছে।

পূর্ব লক্ষীপুর এলাকার বাসিন্দা সুবল দে(৩৬) দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সুবল দে-র স্ত্রী জানিয়েছেন, প্রতিদিনের মতোই আজ সকালে পাম্প চালু করতে গিয়েছিলেন তাঁর স্বামী। সেখানেই তাকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করা হয়েছে। তাঁর স্ত্রী-র দাবি, সুবল-কে রক্তাক্ত পাম্প অফিসের পাশেই নালায় ফেলে দিয়েছিল দুষ্কৃতিকারীরা। তাকে উদ্ধার করে প্রথমে দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছিল।

এরপর কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল এবং অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক-রা। ওই ঘটনায় স্থানীয় জনমনে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়। এমনিতেই, কাঞ্চনপুরে ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরোধিতায় বনধ পালিত হচ্ছে। এরই মাঝে পাম্প অপারেটরের রক্তাক্ত হওয়ার ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কারণ, ব্রু শরণার্থীরাই ওই পাম্প অপারেটর-কে মেরেছে, এমনটাই অভিযোগ উঠেছে। ফলে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ, টিএসআর-র পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক মোতায়েন করা হয়েছে। কাঞ্চনপুর এসডিপিও বিক্রমজিৎ শুক্ল দাস এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?