অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর।। বন্ধুর স্ত্রী’র সঙ্গে পরকীয়া। আর তার জেরে খুন হতে হল জনপ্রিয় তামিল অভিনেতা সিলভারাথিনামকে। সিলভারাথিনামকে খুনের এলাকার সিসিটিভি ফুটেজও এসেছে পুলিশের হাতে। গত রবিবার একটি ফোন কল পেয়ে চেন্নাইয়ের নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সিলভারাথিনাম । তারপর আর ফেরেননি তিনি।
জানা গিয়েছে, সিলভারাথিনাম নামের ওই তামিল অভিনেতা বিগত ১০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি আদতে শ্রীলঙ্কার বাসিন্দা। সেখান থেকে ভারতে এসে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়ে তোলেন সিলভারাথিনাম।
বন্ধু এবং সহ-পরিচালক মানির সঙ্গে থাকতেন সিলভারাথিনাম। মানি পুলিশকে জানান, রবিবার কোনও এক বন্ধুর ফোন পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সিলভারাথিনাম। এরপর আর বাড়ি ফেরেননি। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসার পর সেখানে সিলভারাথিনাম ছাড়াও আরও এক ব্যক্তিকে দেখতে পায় পুলিশ।
বিজয় কুমার নামে ওই ব্যক্তির স্ত্রী’র সঙ্গে সিলভারাথিনামের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ। সেই সম্পর্কের কথা জানতে পেরে বিজয় কুমার অভিনেতাকে কুপিয়ে খুন করেছে, এমনটাই অনুমান পুলিশের। তবে এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।