স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ নভেম্বর।। আগামী ২৫ নভেম্বর সম্ভবত ঘোষণা হতে চলেছে রাজ্যে উচ্চমাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল। পাশাপাশি মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফলও চলতি মাসে প্রকাশিত করার প্রচেষ্টা চলছে বলে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা. ভবতোষ সাহা।
বছর বাঁচাও পরীক্ষার খাতা মূল্যায়ন করা হচ্ছে মহারানি তুলসিবাতি স্কুলে। খাতা মূল্যায়ন শুরু হয়েছে গত ৬ নভেম্বর থেকে। উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন শেষ হয়েছে।
তবে মাধ্যমিকের খাতা মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি। চলতি বছর বাঁচাও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৯৭১ জন এবং মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল ৬,০১৩ জন। চলতি বছর থেকে বছর বাঁচাও পরীক্ষার নিয়ম চালু হওয়াতে ছাত্র-ছাত্রীদের সময় বাঁচবে বলে তিনি আশা ব্যক্ত করেন।