অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর।। ৪৮ ঘণ্টা আগে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না ঘোষণা করেছে, তাদের তৈরি ভ্যাকসিন ৯৪ শতাংশ বেশি রোগীর দেহে কার্যকর হয়েছে। ভ্যাকসিন পাওয়ার বিষয়ে এই মার্কিন সংস্থার সঙ্গে আলাপ- আলোচনা শুরু করেছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক।
তবে মডার্নার ভ্যাকসিন এখনও পুরোপুরি তৈরি হয়নি। তৃতীয় দফার পরীক্ষা বাকি আছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিন পেতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, জাইডাস ক্যাডিলার পাশাপাশি মডার্নার সঙ্গেও আলোচনা শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার।
ওই সংস্থার ভ্যাকসিন তৈরি হতে কত বাকি আছে এবং বাজারে আসতে কত সময় লাগবে সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। মডার্না জানিয়েছে, তারা ৩০ হাজার মানুষের উপর তাদের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে। সেই পরীক্ষায় দেখা গিয়েছে তা ৯৪ শতাংশ মানুষের দেহে কার্যকর। সংস্থার সিইও স্টিফেন বানসেল জানিয়েছেন, তাঁদের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ফল যথেষ্ট ইতিবাচক।
আমাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধ করতে পারছে। সংক্রমণ খুব বেশি মাত্রায় হলেও তা প্রতিরোধ করতে পারবে এই ভ্যাকসিন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কম কিছু নয়। প্রায় ৮৯ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ভারত সরকার চায় দ্রুত ভ্যাকসিন হাতে পেতে। তাই যে সমস্ত সংস্থা করোনার টিকা আবিষ্কার করতে চলেছে তাদের প্রত্যেকের সঙ্গেই কথা চালাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
গত সপ্তাহে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার তাদের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করেছিল। কিন্তু তারপরেই তাদের ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার অভিযোগ ওঠে। যে কারণে প্রশ্নের মুখে পড়েছে ফাইজারের ভ্যাকসিন। তবে সংস্থার দাবি তারা পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্যা তারা দ্রুত মিটিয়ে ফেলবে।