স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ নভেম্বর।।২০২০-২১ জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্হিতির জন্য অনেকটা প্রভাব পড়েছে জনগননার কাজে।
এতে ২০২০ সালে প্রথম পর্যায় থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জন গণনা হওয়ার কথা ছিল। এবং বিগত এপ্রিল মাসে জনগণনা কাজে নিয়োজিতদের প্রশিক্ষণ প্রদান করার কথা থাকলেও লক ডাউনের জন্য কাজে ব্যাঘাত ঘটে। কেন্দ্রীয় সরকার থেকে পুনরায় নির্দেশ আসলে পুনরায় কাজের প্রক্রিয়া শুরু হবে।
তবে দু-তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার পরবর্তী সময় নির্দেশ দিলে জনগণনার কাজ সম্পন্ন হতে ২০২১ সালের আগস্ট সেপ্টেম্বর মাসও হতে পারে। মঙলবার এই কথা জানান জনগণনা কার্য্য নির্দেশালয়ের আধিকারিক পি কে চক্রবর্তী।