স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৭ নভেম্বর।। ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি হবার পর বিজেপি রাজ্য সভাপতি ডঃ মানিক সাহার আজ প্রথম উত্তর জেলায় আগমন । তারই জন্য আজ সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে । বিজেপি প্রদেশ সভাপতিকে স্বাগত জানাতে বিজেপি মহিলা কর্মীরা ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলো ।
পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকদের বাইক রেলির মাধ্যমে ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে প্রবেশ করল রাজ্য সভাপতি মানিক সাহা রাজ্য সভাপতি মানিক সাহা । ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিজেপি উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন,ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, বিজেপি উত্তর জেলার প্রভারী সজল আচার্য,উত্তর ত্রিপুরা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ সহ জেলা ও মন্ডল স্তরের অন্যান্য নেতৃত্বরা ।সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও উত্তর জেলায় রাজ্য সভাপতির একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গেছে ।