রাজ্যপালের হাতে আরও ছয় মাস টিটিএএডিসির প্রশাসনিক ক্ষমতা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ নভেম্বর।। রাজ্যপালের হাতে টিটিএএডিসির প্রশাসনিক ক্ষমতার মেয়াদ আরও ছয় মাস বেড়েছে। করোনা-র প্রকোপ থেকে এখনো নিস্তার মিলেনি। তাই, ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাথে প্রশাসক হিসেবে জি কে রাও-র মেয়াদ বাড়ানো হয়েছে।

ত্রিপুরার রাজ্যপাল এ-বিষয়ে আজ বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রসঙ্গত, গত ১৭ মে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের তথা টিটিএএডিসি মেয়াদ সমাপ্ত হয়েছে। কিন্তু, করোনা-র প্রকোপে লকডাউন-এ নির্বাচন সম্ভব হয়নি।

তাই, মেয়াদ সমাপ্ত হওয়ার পর এডিসি-র প্রশাসনিক ক্ষমতা ১৮ মে থেকে রাজ্যপাল-র হাতে হস্তান্তর করা হয়েছিল। সংবিধান প্রদত্ত নিয়ম মেনে ত্রিপুরা মন্ত্রিসভা এডিসি-র প্রশাসনিক ক্ষমতা রাজ্যপাল-র হাতে হস্তান্তরে অনুমোদন দিয়েছিল। ফলে, স্বাভাবিক নিয়মে পরিষদ ভেঙে গেছে।ত্রিপুরা মন্ত্রিসভা ষষ্ঠ তপশীলের ১৬(২) ধারা মোতাবেক রাজ্যপালের হাতে এডিসি-র সমস্ত ক্ষমতা হস্তান্তরে অনুমোদন দিয়েছিল। এক্ষেত্রে এডিসি পরিচালনায় রাজ্যপালের হাতে ৬ মাস ক্ষমতা দেওয়া হয়েছিল।

তবে, রাজ্যপাল চাইলেই ওই সময়সীমা বৃদ্ধিও করতেও পারবেন, এমনই সিদ্ধান্ত হয়েছিল।প্রসঙ্গত, ত্রিপুরায় ছাড়া অসমে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল-র মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নির্বাচন ঘোষণার পর পিছিয়ে দেওয়া হয়েছিল। সেখানেও ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর করা হয়েছিল। কারণ, প্রশাসন পরিচালনায় কোন অচলাবস্থা না হয়, তাই ওই সিদ্ধান্ত নিতে হয়েছে।

তাতে, সাংবিধানিকভাবে এডিসি পরিচালনায় কোন বাধা থাকে না। তবে, আজ অসমে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে প্রথম পর্যায়ে ৭ ডিসেম্বর এবং দ্বিতীয় পর্যায়ে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। আজ টিটিএএডিসি-র প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তরের মেয়াদ পূর্ণ হচ্ছে। কিন্তু, করোনা-র প্রকোপ থেকে এখনো পুরোদমে মুক্তি মিলেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনা সম্পর্কে সকলকে সতর্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। এ-সমস্ত বিষয় উল্লেখ করে এখনই নির্বাচন সম্ভব হচ্ছে না বলে এডিসি-তে রাজ্যপালের হাতে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রশাসক হিসেবে তিনি জি কে রাও-কেই দায়িত্বে বহাল রেখেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?