স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ নভেম্বর।। কালী পুজা শেষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রবিবার রাতে রাজধানীর দশমীঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার বিরনে জানা যায় রাজনগর এলাকার বাসিন্দারা একটি প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য দশমীঘাটে নিয়ে আসে।
তখন দশমীঘাট এলাকার কতিপয় স্বঘোষিত মাফিয়া রাজনগর এলাকার লোকজনদের কাছে ৫ হাজার টাকা দাবি করে। তাদের বক্তব্য প্রতিমা দশমীঘাটে বিসর্জন দিতে হলে ৫ হাজার টাকা দিতে হবে। কিন্তু রাজনগর এলাকার বাসিন্দারা এই টাকা দিতে অস্বীকার করে।
এই নিয়ে স্বঘোষিত মাফিয়াদের সাথে রাজনগর এলাকার বাসিন্দাদের বাক যুদ্ধ শুরু হয়। তার থেকে একটা সময় মারপিটের শুরু হয়ে যায়। অভিযোগ মূর্তি বিসর্জন দিতে আশা রাজনগর এলাকার কিছু মহিলাকে মারধর করা হয়েছে। এই নিয়ে রাতেই পশ্চিম থানা ঘেরাও করে রাজনগর এলাকার বাসিন্দারা। তাদের দাবি অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যতটুকু জানা গেছে রবিবার রতে দশমীঘাট এলাকার যে সকল সমাজদ্রোহিরা এই ঘটনা সংগঠিত করেছে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।