অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। ভারতে রাশিয়ার করোনা টিকার পরীক্ষা শুরু হতে চলেছে খুব শীঘ্রই। জানা গিয়েছে, আগামী সপ্তাহে রাশিয়া থেকে কানপুর মেডিক্যাল কলেজে আসছে স্পুটনিক ফাইভ। সেখানেই হবে এই করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল বা মানব শরীরে পরীক্ষা।
ইতিমধ্যেই এই ট্রায়ালের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)।ভারতের সাথে রাশিয়ার যে চুক্তি হয়ে সেই অনুযায়ী এদেশের দেড় হাজার মানুষের উপর স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা করা হবে।
তবে এই ট্রায়াল সফল হলেও এই টিকা ভারতের বাজারে আনতে আলাদাভাবে ডিজিসিআই এর অনুমতি প্রয়োজন হবে। ট্রায়াল সফল হবে ভারতে রাশিয়ার করোনা টিকার ১০ কোটি ডোজ তৈরি হবে। এর দায়িত্ব দেওয়া হয়েছে হায়দরাবাদের সংস্থা ডক্টর রেড্ডিজ ল্যাবকে।