স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ নভেম্বর।। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার একাধিক শরণার্থী শিবিরে থাকা ব্রু-শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ।
এইদিন মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন। উভয়ের মধ্যে বেশকিছু সময় ধরে আলোচনা হয়। ব্রু-শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন ও তাদের সমস্যা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান ব্রু-শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন নিয়ে রাজ্য সরকার, মিজোরাম সরকার ও কেন্দ্রিয় সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়ে গেছে। এখন সেই গুলি বাস্তবায়ন করার কাজ চলছে। রাজ্য সরকার সেই কাজ গুলি করছে। করোনা প্রকোপের জেরে কিছুটা দেরি হয়েছে।
তবে সময়ের মধ্যে সবকিছু করা হবে বলে জানান তিনি। অপরদিকে মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণও জানান ব্রুশরণার্থীদের পুনর্বাসনের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এছাড়াও এইদিন ব্রু-শরণার্থীদের নেতৃত্বদের নিয়ে এইদিন মহাকরণে স্বরাষ্ট্র সচিবের সাথে বৈঠক হবে বলে জানান তিনি।