অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। সাদা বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের মানালি ও কুফরি। শীতল ঠাণ্ডার পরশে সোমবার সকালে ঘুম ভাঙল শিমলার বাসিন্দাদের। এদিন তুষারপাত হয়েছে কাশ্মীরের উঁচু পার্বত্য অঞ্চল এবং উত্তরাখণ্ডেও।
জওহর সুড়ঙ্গ এলাকায় অধিক তুষারপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ভারী তুষারপাত হয়েছে পীরপাঞ্জল পার্বত্য অঞ্চলে, ফলে অবরুদ্ধ হয়ে পড়ে মুগল রোড। উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথেও তুষারপাত হয়েছে। এছাড়াও উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার চোপতা তুষারে ঢেকেছে।
রবিবার রাত থেকে শুরু হওয়া মরশুমের প্রথম তুষারপাতে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের মানালি, কুফরি ও নারকান্ডা। বাড়ির ছাদ, গাছ সমস্ত কিছুই বরফের চাদরে ঢাকা পড়ে যায়। এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। সর্বত্র সকাল থেকেই বইতে থাকে শীতল ঠাণ্ডা হাওয়া। রবিবার রাত থেকেই বরফ পড়তে থাকে লাহুল ও স্পিতি, চম্বা, মান্ডি, কুল্লু এবং কিন্নর জেলায়।
এছাড়াও বৃষ্টি হতে থাকে ধরমশালা, নাহান, চম্বা, ডালহৌসি এবং মান্ডিতে। পাশাপাশি জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডেও ভারী তুষারপাত হয়েছে। জম্মু-কাশ্মীরের হাওয়া অফিস জানিয়েছে, গুলমার্গ, সোনমার্গ, পহেলগাম এবং কুপওয়ারা, বারামুল্লা, কুলগাম, শোপিয়ান ও অনন্তনাগ জেলার উঁচু পার্বত্য এলাকায় আগামী ১২ ঘন্টা ধরে চলবে তুষারপাত।