অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। দিল্লিতে বর্তমানে চলছে করোনার তৃতীয় ওয়েভ। ফলে ফের রাজধানীতে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় মনে করা হয়েছিল, সংক্রমণ কমাতে ফের দিল্লিতে লকডাউন ঘোষণা করতে পারে অরবিন্দ কেজরিওয়াল সরকার। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে আর নতুন করে লকডাউন হওয়ার সম্ভবনা নেই।
তিনি বলেছেন, ‘দিল্লিতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের শীর্ষবিন্দু অতিক্রম করে এসেছি। সংক্রমণ কমছে। এই অবস্থায় ফের লকডাউন হওয়ার সম্ভবনা নেই।’উল্লেখ্য, গত ২০ অক্টোবর থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। নভেম্বরের শুরু থেকে তা দৈনিক গড়ে প্রায় সাত হাজারে পৌঁছে যায়।
রাজধানীতে করোনার তৃতীয় ওয়েভ মোকাবিলায় রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই বৈঠকে ১২ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো, বেশিমাত্রায় অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা, নমুনা পরীক্ষা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয় এই বৈঠকে।