অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। গোটা বিশ্ব লড়ছে করোনার সঙ্গে। কোনও কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব বলছে, গত কয়েক দিনের থেকে শনিবারই আমেরিকায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা-সংক্রমণ।
তার সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুহারও। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৮ লক্ষ ০৯ হাজার ১০৩। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ লাখ ২৪ হাজার ৩১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ৫২৪ জন।
এদিকে যে ভাবে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ ফিরে এসেছে আমেরিকায়, যে ভাবে প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার, তা ফের আমেরিকার অর্থনীতিতে কালো ছায়া ফেলেছে। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে সেখানকার বেশ কিছু প্রদেশে আবার কঠোর নিয়মকানুন জারি হতে পারে, যা পরোক্ষভাবে আঘাত হানতে পারে আমেরিকার আর্থিক বৃদ্ধিতে। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রেই।
আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৮৩২ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত।
সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে এক লক্ষ ৩০ হাজারের বেশি মানুষের। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৬৩ হাজার ০৯৩ জন। এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৮১১ জন।