স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৬ নভেম্বর।। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে কংগ্রেস দল। বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠিত হচ্ছে দলীয় সভাসহ যোগদান সভা।
সোমবার আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আমবাসা মহাকুমার বাগমারা এলাকায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় ১১ পরিবারের ৩৩ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে।
এদিন নবাগতদের দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব, আদিবাসী কংগ্রেসের ধলাই জেলা কমিটির সভাপতি নেইগুলরাম হালাম, আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রুপম ধর পুরকায়স্থ সহ অন্যান্য নেতৃত্বরা।
আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। বর্তমানে পাহাড়ে শক্তিশালী হয়ে উঠেছে কংগ্রেস দল। এক সাক্ষাৎকারে এমনটা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।