স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৬ নভেম্বর।। হাজার হাজার মানুষ শামিল হলেন বিজয় র্যালিতে। সোমবার বিহার সহ অন্য রাজ্যগুলিতে বিজেপি দলের জয়ে এদিন কল্যাণপুরে বিজেপি দলের উদ্যোগে এক বিজয় র্যালি কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রখর রোদ তাপ উত্তাপকে মাথায় নিয়েই হাজার হাজার মানুষ এই বিজয় র্যালিতে শামিল হলেন।
র্যালী শুরু হয় কল্যাণপুরের ঘুমরায়ছড়া এলাকা থেকে। প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ডে এসে বিএমএস অফিসের মাঠে বিজয় র্যালি শেষ হয় । দলে দলে শামিল হন মহিলারা । মিছিলে ছিল ফ্লেক্স, ফেস্টুন পতাকা , ঢাক-ঢোল, ব্যান্ডপার্টি, আবির খেলা । বাজি পটকা ফাটানো হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন এলাকার বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি পিনাকি দাস চৌধুরী , বিজেপি কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ , বিজেপি খোয়াই জেলা কমিটির সদস্য সৌমেন গোপ , বিজেপি খোয়াই জেলা কমিটির সদস্য বিজন কর , পূর্ণেন্দু ভট্টাচার্য সহ নেতৃবৃন্দরা। হাজার হাজার মানুষের দৃপ্ত পদচারণা থেকে আওয়াজ উঠল বিজেপির জয়জয়কার।