এলবার্ট এক্কা পার্কে যাবেন, কামানগুলির সামনে সেলফি তুলবেন : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ নভেম্বর।। স্মার্ট সিটির কাজকে সামনে রেখে রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনীকে আরো উন্নত করার জন্য এবং রাস্তার প্রসস্তীকরণের বিষয়টিকে সামনে রেখেই পোষ্ট অফিস চৌমুহনী স্থিত শহীদ বেদী থেকে স্থানান্তর করা হয় ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কামান গুলোকে। লেচুবাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে এই কামান গুলিকে নিয়ে যাওয়া হয়।

এই নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিস্র প্রতিক্রিয়া। এই নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করা মানুষের অধিকার রয়েছে। তবে পোষ্ট অফিস চৌমুহনীর শহীদ বেদীতে কামান গুলি যখন ছিল তখন কেউ একটা সেলফি তোলারও সুযোগ ছিল না। তার ইতিহাসও অনেকে জানে না।

সরকার একটা নির্ধারিত জায়গায় কামান গুলিকে নিয়ে গেছে। এলবার্ট এক্কা পার্কে কামান গুলিকে রাখা হয়েছে। ১৯৭১ সালের যুদ্ধে এলবার্ট এক্কা কিভাবে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আগরতলাকে বাচিয়েছেন তা ফুটিয়ে তোলা হচ্ছে এলবার্ট এক্কা পার্কে। সেখানে ১৯৭১ সালের যুদ্ধের কাহিনী উল্লেখ থাকবে বিস্তারিত। স্মার্ট সিটি প্রকল্প থেকে তার জন্য অর্থ দেওয়া হয়েছে।

ফলে মানুষ যখন এলবার্ট এক্কা পার্কে যাবে তখন ইতিহাস সম্পর্কে জানবে। সেই কামান গুলির সামনে দাড়িয়ে ছবি তুলবে। নতুন প্রজন্ম এই কামান গুলি সম্পর্কে জানতে পারবে। সরকার এই কামানের ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতে চাইছে। তাই সেগুলিকে একটা নির্দিষ্ট জায়গায় সুরক্ষিত রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?