অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। অবিশ্বাস্যরকম নেমে এল দেশে করোনার গ্রাফ! প্রায় ৪ মাস পর দৈনিক সংক্রমণ নামল ৩০ হাজারে। শেষবার গত ১৬ জুলাই দৈনিক সংক্রমণ ছিল ৩২ হাজার। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। রবিবারের তুলনায় সোমবার আক্রান্তের সংখ্যা কমল প্রায় ১৪ হাজার।
এই পরিসংখ্যানে আশার আলো দেখছেন চিকিৎসকরা।স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩০, ৫৪৮। করোনার ছোবলে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৩৫ জন। ফলে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ লক্ষ ৪৫ হাজার ১২৭। এর মধ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগী ৪ লক্ষ ৬৫ হাজার ৪৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৩,৮৫১ জন রোগী। এনিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৮২ লক্ষ ৪৯ হাজার ৫৭৯ জন। পরিসংখ্যান আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় একই হারে, অর্থাৎ রবিবারের তুলনায় সোমবার ১৩,৭৩৮ জন কম সংক্রমিত হয়েছেন।