অরক্ষিত ফ্রাউলার দূরের পোস্ট ঘেঁষে বল পাঠান ঠিকানায়

অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। ইউরোপিয়ান ফুটবলারদের ভেতর সবচেয়ে বেশি ম্যাচে মাঠে নামার দিনে দুই পেনাল্টি মিস করে স্পেনকে হতাশায় ডুবিয়েছেন রামোস। তবু শেষ সময়ের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে কোনোমতে ড্র করেছে লুইস এনরিকের দল।

বাসেলের সেন্ট জাকব-পার্কে শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়। এদিন ২৬তম মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। সের্হিও রামোসকে এড়িয়ে চমৎকার কাট ব্যাকে ফ্রাউলারকে খুঁজে নেন ব্রিল এমবোলো।

অরক্ষিত ফ্রাউলার দূরের পোস্ট ঘেঁষে বল পাঠান ঠিকানায়। দুই মিনিট পরে সমতা আনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার রামোস। তার দুর্বল স্পটকিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়ান সমের। ৭৯তম মিনিটে বড় একটা ধাক্কা খায় সুইজারল্যান্ড। আলভারো মোরাতাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নিকো এলভেদি। দ্বিতীয় পেনাল্টি পায় স্পেন।

ইউরোপের হয়ে সবচেয়ে বেশি ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড গড়া রামোস এবারও ব্যর্থ স্পট কিক থেকে গোল করতে। ঠিক যেন আগের শটের পুনরাবৃত্তি। আগেরবারের চেয়েও সহজেই তার শট ফেরান সমের। ২০১০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে একমাত্র জয় পাওয়া সুইজারল্যান্ড একের পর এক আক্রমণ ঠেকিয়ে ৩ পয়েন্টের আশায় ছিল। ৮০তম মিনিটে বদলি নামা মোরেনো ভাঙেন তাদের স্বপ্ন।

বাঁ দিক থেকে সের্হিও রেগিলনের ক্রস থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে স্পেন। দিনের অন্য ম্যাচে ইউক্রেনকে ৩-১ গোলে হারানো জার্মানি ৯ পয়েন্ট নিয়ে উঠে গেছে শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউক্রেন, ৩ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?