স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৪ নভেম্বর।। বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব দীপাবলি উৎসব উপলক্ষ্যে শনিবার সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যান সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।
দীপাবলি উপলক্ষ্যে প্রথা মেনে এইদিন ভোরে কল্যাণ সাগরে কল্যাণ আরতি করা হয়। এই কল্যাণ আরতিতে অংশগ্রহণ করেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। হাতে প্রদীপ নিয়ে কল্যাণ সাগরে কল্যাণ আরতি করেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী।
কল্যাণ আরতি শেষে ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর পরিদর্শন করেন। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান দীপাবলি উপলক্ষ্যে সকাল সকাল কল্যাণ সাগরে মঙ্গল আরতি করার মূল উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ মনে মায়ের দরবারে প্রার্থনা করা।
যাতে করে আগামি দিন গুলি সুন্দর ও সচ্ছল হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই আরতির ব্যবস্থা করা হয়েছে। সকলে মিলে কল্যাণ আরতি করার ফলে ত্রিপুরাবাসীর কল্যাণ হবে বলে আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।