অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। সুপ্রিম কোর্ট ও এনজিটির নির্দেশ সত্ত্বেও, দিওয়ালি রাতে দিল্লি-এনসিআরে ফাটানো হয়েছে বাজি। আকাশে দেখা যায় রঙের ফুলঝুড়ি। যার ফল ইতিমধ্যেই ভুগতে হচ্ছে রাজধানীকে। সকাল থেকে দিল্লির বাতাসের পরিস্থিতি সংকটজনক অবস্থায় পৌঁছেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর মোতাবেক যথেচ্ছ পরিমাণে বাজির ব্যবহারের জেরে রাতের বেলাই দূষণের চাদরে মোড়ে দিল্লির বাতাস। এরপর সকাল থেকেই ব্যাপারটা দৃশ্যমান হয়। পুরোপুরি ধোঁয়াশার চাদর গ্রাস করে দিল্লিকে।দূষণ পরিস্থিতি মোকাবিলার জন্য উত্তর দিল্লি নগর দিল্লি নগর নিগমের পক্ষ থেকে মধ্যরাতেই সদর বাজার এলাকায় জল ছিটিয়ে দেওয়া হয়।
উত্তর দিল্লির মেয়র জয়প্রকাশকে হট স্পট এলাকায় ফগিং করতে দেখা গেছে যাতে বর্ধিত দূষণ কিছুটা হলেও কমে আসে। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখা গিয়েছে ৫৭২, মন্দির মার্গ এলাকায় ৭৮৫, পঞ্জাবী বাগে ৫৪৪, সোনিয়া বিহারে ৪৬২, দ্বারকা সেক্টর ১৮-এর বিতে ৫০০, শহিদ সুখদেব কলেজ অফ বিজনেস স্টাডিজের কাছে ৯৯৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, করোনার জেরে দিল্লি সরকার ৩০ নভেম্বর অবধি বাজি নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে এরপরেও রোখা যায়নি বাজি ফাটানো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে অক্ষরধাম মন্দিরে দীপাবলির পূজা করার আগে সাধারণ মানুষকে আবেদন করেছিলেন, যাতে কেউ বাজি না ফাটান। কিন্তু তবুও বাজি ফাটিয়েছে অত্যুৎসাহী জনতা।