দিল্লিতে যমুনা নদীর তীরে গড়ে তোলা হচ্ছে ভিস্তা প্রকল্প

অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দিল্লিতে যমুনা নদীর তীরে গড়ে তোলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভিস্তা প্রকল্প। ২০২২ সালের ১৫ আগস্ট উদ্বোধন করা হবে এই প্রকল্পের। তবে তার আগে কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের তরফে কেন্দ্রীয় ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসাবে যমুনা নদীর তীরে গড়ে ওঠা এই “আইকনিক কাঠামো” নির্মাণের জন্য একটি নকশা প্রতিযোগিতার কথা ঘোষণা করেছে। নয়া এই প্রকল্পটি নিউ ইন্ডিয়া গার্ডেন বা নব ভারত উদ্যানের অংশ হবে যা যমুনার পশ্চিম তীরে ২০.২২ একর জমিতে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

এটি ১৫ আগস্ট ২০২২ সালের মধ্যে জনসাধারণের জন্য উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে সরকারের এই কেন্দ্রীয় ভিস্তা প্রকল্পটির জন্যে আনুমানিক ২০,০০০ কোটি টাকা ব্যয় হবে। আসলে দিল্লির লুটিয়েন্স জোনে একটি নতুন সংসদ ভবন গড়ার চেষ্টা করছে সরকার, সেটিই হল ভিস্তা প্রকল্প, সেখানে থাকবে অন্যান্য কেন্দ্রীয় সরকারি দফতরও। ১২ নভেম্বর সিপিডব্লিউডি’র একটি প্রস্তাবে বলা হয়েছে যে, “যমুনার তীরে নির্মিত এই প্রকল্পটি অবশ্যই আত্মনির্ভর ভারতবর্ষের মহৎ দৃষ্টিভঙ্গিকে তুলে ধরবে।

উদীয়মান নতুন ভারতকে ন্যায়সঙ্গত বিকাশের সুযোগের প্রতীক, যা ‘সাবকা সাথ, সবকা বিকাশ’, ‘সবকা বিশ্বাসের মূল্যবোধের মূল’ এবং শুদ্ধ ভারতের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদ থেকে মুক্ত করবে।” জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের প্রস্তাবনাটি এমন ভাবে গড়ে তোলা হবে যেখানে, ভারতের অতীত ঐতিহ্য, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু প্রদর্শনের সুযোগ সুবিধা থাকবে।শুধু তাই নয়, ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে এই ভিস্তা প্রকল্প বাস্তবায়িত করার জন্য গুজরাটের আমেদাবাদ ভিওিক একটি আর্কিটেকচার সংস্থার উপর এর নকশার দায়িত্ব দেওয়া হয়েছে।

যমুনা নদীর পশ্চিম তীরে নিউ ইন্ডিয়া গার্ডেনের কাছে গড়ে তোলা হবে এটি। সিপিডাব্লুডি’র প্রস্তাব অনুসারে, নতুন এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রপতি ভবনে শুরু হয়ে উত্তর এবং দক্ষিণ ব্লক এবং রাজপথের মধ্যবর্তী কেন্দ্রীয় লাইনে চলে যাবে এবং ইন্ডিয়া গেটে গিয়ে শেষ হবে। যার ফলে এই পথটিকে ২.৯ কিলোমিটার থেকে প্রসারিত করা হয় ৬.৩ কিমি। এছাড়া এটি ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত রঙিন কোডেড জোনাল মানচিত্র অনুসারে প্রস্তাবিত স্থানে সর্বোচ্চ অনুমতিযোগ্য উচ্চতা বর্তমান স্থল স্তর থেকে ১৩৪ মিটার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?