স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৫ নভেম্বর।। সোনামুড়া মহাকুমার বক্সনগর সীমান্ত এলাকায় বিতর্কিত স্থানে অবশেষে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামে মসজিদের ইমাম। এ উপলক্ষে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।উল্লেখ্য বক্সনগর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজনে সেখানকার জামে মসজিদ ভাঙ্গার প্রয়োজনীয়তা দেখা দেয়।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এর লোকজনরা দাবি জানিয়েছিলেন বিকল্প ব্যবস্থা না করে কোনভাবেই বক্সনগর সীমান্ত এলাকায় মসজিদ ভাঙা যাবে না।এই দাবিতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ করে রেখেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।শেষ পর্যন্ত প্রশাসনের সঙ্গে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রশাসনের তরফ থেকে বিকল্পভাবে মসজিদ তৈরী করার প্রয়োজনীয় আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সে অনুযায়ী গত কিছুদিন আগে জেলা প্রশাসন মহকুমা প্রশাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০লক্ষ টাকা মসজিদ নির্মাণের জন্য প্রদান করা হয়। মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় টাকা প্রশাসনের তরফ থেকে প্রদান করার পর ঝামেলা অবসান ঘটে।উভয়পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান সূত্র বের হওয়ায় পুনরায় বক্সনগর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়।
এর ফলে দীর্ঘদিনের বকেয়া সমস্যার সমাধান হলো।উল্লেখ্য সোনামুড়া সীমান্ত এলাকায় এখনও বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।ওইসব সীমান্ত এলাকায় বসবাসকারী বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকজনরা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে আপত্তি জানিয়ে আসছিলেন।
সে কারণেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বিলম্বিত হচ্ছে।তবে আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটে যাওয়ায় আপাতত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করতে কোনো বাধা রইল না বলে মনে করছেন বিভিন্ন মহল।