অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। যাবতীয় জল্পনার অবসান। ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমারই। রবিবার এনডিএ-র বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার শপথ নেবেন তিনি। এ নিয়ে টানা চতুর্থবারের জন্য পাটনার মসনদে বসছেন জেডিইউ নেতা।
তবে সব মিলিয়ে সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ। ভোটের আগেই অমিত শাহ ও জেপি নড্ডা বলে দিয়েছিলেন যে আসন সংখ্যা যাই হোক না কেন, ভোটে জিতলে মুখ্যমন্ত্রী হবে নীতিশ কুমারই। তা আরও সাফ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদিও। তবে বিজেপি কম আসনে লড়েও অনেক বেশি আসন জেতার পর প্রশ্ন উঠেছিল, তাহলে কি বদলাবে মুখ্যমন্ত্রীর নাম।
কিন্তু শেষ পর্যন্ত জোটধর্ম পালন করল বিজেপি। হালফিলেই অকালি দল ও কিছু দিন আগেই শিবসেনাকে হারিয়েছে বিজেপি। তাই এনডিএ-র স্বার্থেই ছোট শরিক নীতিশকে মুখ্যমন্ত্রী হতে দিল গেরুয়া দল। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ পেয়েছে ১২৫টি আসন। তার মধ্যে বিজেপি ৭৪, জেডিইউ পেয়েছে ৪৩টি আসন। দুই ছোটো শরিক হ্যাম ও ভিআইপি পেয়েছে চারটি আসন করে।
রবিবার জোটের বৈঠকে নেতা হিসেবে নীতীশকে বেছে নেন জেডিইউ, বিজেপি, বিকাশশীল ইনসান পার্টি এবং হিন্দুস্তান আওয়াম মোর্চার বিধায়করা। তবে মন্ত্রিসভায় বিজেপির সদস্যই বেশি থাকবেন বলে মনে করা হচ্ছে। এদিন বৈঠকে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন রাজনাথ সিংও।