স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ নভেম্বর।। স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করা, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে অনিয়মিত কর্মচারীদের আর্থিক সহযোগিতা করা সহ একাধিক দাবিতে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের রাজ্য কমিটি আগামী ২৭ নভেম্বর থেকে কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারন একাধিক দাবিতে রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বহুবার ডেপুটেশন প্রদান করা হয়েছে।
কিন্তু অনিয়মিত কর্মচারীদের সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান না হওয়াতে রবিবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের রাজ্য কমিটি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এ কথা জানান ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের রাজ্য কমিটির রাজ্য সভাপতি বাবুল আচার্যী।
তিনি আরো বলেন, যদি সরকার পক্ষ চায় তাহলে বিষয়টি তাদের সাথে বসে মীমাংসা করতে পারে। নয়তো কর্মবিরতিতে নিশ্চিত যাচ্ছে বলে জানান তিনি। রাজ্যে ডি আর ডব্লিউ, ক্যাজুয়েল এবং ডি আর পি কর্মী রয়েছে ৯৯৩ জন। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটি সম্পাদক রতন দেবনাথ অন্যান্যরা।