স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৫ নভেম্বর।। আচমকা রান্নার গ্যাসের সিলিন্ডারে অগ্নি সংযোগের ফলে আহত হল এক মহিলা। ঘটনা বিশালগড় স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আহত মহিলার নাম রত্না দেবনাথ।
ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে রত্না দেবনাথ নিজের বাড়িতে রান্না করছিলেন। আচমকা রান্নার গ্যাসের সিলিন্ডারে অগ্নি সংযোগ ঘটে যায়। তখন তিনি সেই আগুন নিভানোর চেষ্টা করেন। এতে তিনি আহত হন।
তবে তিনি রান্নার গ্যাসের সিলিন্ডারটি বাড়ির পাশের পুকুরের জলে ফেলে দেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা।
দমকল বাহিনীর কর্মীরা পুকুরের জল থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারটিকে তুলে এনে আগুন নিভায়। এবং আহত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা যায় আহত মহিলার একাংশ শরীর আগুনে ঝলসে গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।