স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৫ নভেম্বর।। ভয়াবহ আগুনে পুড়ল বসত ঘর সহ রান্না ঘর। ঘটনা রবিবার দুপুরে কল্যাণপুর থানা এলাকার হঠাৎ কলোনি এলাকায়। এলাকার বাসিন্দা হেমেন্দ্র দাসের বসত ঘর ও রান্না ঘর পুড়ে যায় এইদিন।
বসত ঘরের সকল আসবাবপত্রের পাশাপাশি রান্না ঘরেরও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এইদিন দুপুরে এলাকার লোকজন হেমেন্দ্র দাসের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তখন হেমেন্দ্র দাসের বাড়িতে কেউই ছিল না। এলাকাবাসিরা খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। কল্যাণপুর থেকে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে বসত ঘর ও রান্না ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে আসে বাড়ির লোকজন। তবে আগুন লাগার কারন নিয়ে ধুঁয়াশা দেখা দিয়েছে। দমকল বাহিনীর এক কর্মী জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎ এর শটসার্কিট থেকে আগুন লেগেছে। তবে ঐ সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন ছিল। স্বাভাবিক ভাবেই আগুন লাগার কারন নিয়ে ধুঁয়াশা দেখা দিয়েছে।