করিমগঞ্জের নিলামবাজারে উত্তর ত্রিপুরা জেলার দুই উপজাতি যুবতিকে গন ধর্ষন করলো ছয় লম্পট, গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ/ চুড়াইবাড়ি, ১৫ নভেম্বর।।আসামের করিমগঞ্জের নিলামবাজারে উত্তর ত্রিপুরা জেলার দুই উপজাতি যুবতিকে গন ধর্ষন করলো ছয় লম্পট । কালীপুজোর দিনে নিলামবাজারে ত্রিপুরার দুই যুবতীর গণ ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । জানা গেছে, শুক্রবার সন্ধে শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে গাড়ি না পেয়ে ধর্মনগর পর্যন্ত যাওয়ার জন্য একটি সেন্ট্রো গাড়ি ভাড়া করেন দক্ষিণ ত্রিপুরার দুই যুবতী । আর এটাই বিপদ ডেকে আনে। নরপিশাচদের পাল্লায় পড়তে হয় তাঁদের। চক্রান্ত করে নিলামবাজারে এনে রাতভর গণধর্ষণ করে কালীপুজোর দিনই শনিবার সকালে পথে ছেড়ে দেওয়া হয় অসহায় দুই বোনকে। পরে পাথারকান্দি থানায় মামলা দায়ের করে ধর্ষণের শিকার দুই বোন।ঘটনার খবর প্রকাশ্যে আসামাত্রই সক্রিয় হয়েছেন করিমগঞ্জ পুলিশ সুপার। এমনকী ঘটনার ৭২ ঘণ্টা পেরোনোর আগেই সব অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ধৃতদের আহাদ উদ্দিন, সামসুল উদ্দিন, আবু বক্কর, আমির আলি, আনোয়ার হুসেন ও সুমন আলি বলে চিহ্নিত করা হয়েছে।অভিযোগ মুলে জানা যায়- ভাড়া করা গাড়িতে চালক ছাড়া আরও এক যুবক ছিল । তারা রাত এগারোটার দিকে দুই যুবতীকে নিয়ে চেরাগির ধাবায় পৌছে খাওয়া-ধাওয়া সেরে একটি শর্ট-কাট রাস্তা দিয়ে ধর্মনগর যাওয়ার কথা বলে তাদের নিয়ে নিলামবাজার এলাকার একটি নির্মীয়মান বিল্ডিংয়ে পৌঁছে। ওখানে আগে থেকেই আরও চার যুবক ছিল। তারা দুই বোনের একজনকে গ্রাউন্ড ফ্লোর ও আরেকজনকে ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়ে তিন তিনজন করে ৬ দুষ্কৃতী রাতভর দুই বোনকে গণধর্ষণ করে ভোরের দিকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রের ব্যাগ রেখে বিল্ডিং থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে একটি ট্রাকে করে তাঁরা সকালের দিকে পাথারকান্দিতে পৌঁছায়।

শেষ পর্যন্ত ঘটনার বিবরণ জানিয়ে পাথারকান্দি থানায় মামলা দায়ের করলে পাথারকান্দি পুলিশ তাদেরকে নিয়ে ঘটনাস্থল শনাক্ত করতে বের হয়। তখন নিলামবাজারের বাজার এলাকায় থাকা ঘটনাস্থলটি শনাক্ত করে পুলিশ। এই সময় ধর্ষিতারা এক দুস্কৃতীকেও শনাক্ত করে। নিলামবাজার থানার সিআই আনোওয়ার হোসেন চৌধুরী তাৎক্ষণিক ভাবে আব্দুল আহাদ নামের বিল্ডিংয়ের এক মিস্ত্রিকে গ্রেফতার করেন।সিআইর নেতৃত্বে মহিলা পুলিশের এক বড়সড় তদন্তকারি দল তদন্তে নেমে ধর্ষিতার অভিযোগের সত্যতা পেয়েছে । তারা ধর্ষণে ব্যবহৃত গামছা ও একাধিক প্লাইবোর্ড বাজেয়াপ্ত করেছে । উভয় প্লাইবোর্ডে পুলিশ ধর্ষণের চিহ্ন শনাক্ত করেছে । ঘটনাস্থলের পাশেই একটি সরকার অনুমোদিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থাকার সুবাদে জায়গা চিহ্নিত করতে সুবিধা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

এদিকে , রাতেই ঘটনার খবর পেয়ে থানায় হাজির হন বিজেপিনেত্রী শিপ্রা গুন।স্থানীয় পুলিশের চরম উদাসীনতার অভিযোগ তুলেন। থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে গণধর্ষণের মত জঘন্য ঘটনা কীভাবে সংঘটিত হল, এমন প্রশ্নও ছুঁড়ে দেন। রাতের মধ্যেই সব দস্কৃতীকে গ্রেফতার করতে হবে বলে হুঙ্কার দিয়েছেন বিজেপিনেত্রী।অন্যদিকে, পরিস্থিতি মুঠোয় রাখতে নিলামবাজারে ছুটে এসেছেন পুলিশ সুপার মায়াঙ্ক কুমার , এএসপি জ্যোতিরঞ্জন দেবনাথ , ডিএসপি (এইচকিউ) সুধন্য শুক্লবৈদ্য , সিআই আনোয়ার হুসেন চৌধুরী সহ পদস্থ পুলিশ আধিকারিকরা । রাতেইদুই যুবতীকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃত আব্দুল আহাদকে পুলিশি হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাগেছে ।এই ঘটনায় বরাক উপত্যকা সহ ত্রিপুরায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?