অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। টেস্ট সিরিজের প্রথম বল পড়ার আগেই বাউন্সার দাগা শুরু করে দিল অস্ট্রেলিয়া। এবং এই বিষয়ে নেতৃত্ব দিলেন অধিনায়ক টিম পেন। জানিয়ে দিলেন, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে মাঠে ঘৃণা করতেই বেশি পছন্দ করেন তাঁর দলের ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পেন বলেছেন, “কোহলিকে নিয়ে প্রচুর প্রশ্ন উড়ে আসে আমার দিকে। কিন্তু একটা কথা স্পষ্ট ভাবে বলে দেওয়া দরকার। আর পাঁচটা ক্রিকেটারের মতোই আমরা ওকে দেখি। ফলে ওকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি।
ওর সঙ্গে তেমন কোনও সুসম্পর্ক রাখার দরকারও পড়ে না। মাঠে নেমে দুই দলের অধিনায়ক হিসেবে টস করতে হয়।” দুই বছর আগে পেন বনাম কোহলির মাঠের তিক্ততা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। সেই অধ্যায়ে যে ছেদ পড়েনি, তা ফের বুঝিয়ে দিলেন পেন। তিনি বলেছেন, “বিরাট হয়তো এমিনিতে খুব মজার মানুষ। তবে মাঠে ওকে আমরা ঘৃণা করতেই বেশি পছন্দ করি। ও নিজেও সেই পরিস্থিতিটা তৈরি করে।
একজন ক্রিকেটার হিসেবে বিরাটের ব্যাটিং দেখতে আমিও পছ্ন্দ করি, কিন্ত কখনওই চাই না, ও আমাদের বিরুদ্ধে প্রচুর রান করুক। মাঠে ও যেমন প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা নিয়ে খেলতে নামে, আমিও সেই পথেরই শরিক। কোনও সময় হয়তো মনোমালিন্য হয়েছে, তবে সেটাকে মনে রাখার দরকার পড়ে না।”কোহলিকে কেন বিশেষ গুরুত্ব দেন না, সেই কারণও ব্যাখ্যা করেছেন তিনি। পেন বলেছেন, “এটা তো মানতেই হবে কোহলি খুব বড়মাপের ক্রিকেটার।
আবার সেভাবে দেখলে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হয় সেখানে থাকে বেন স্টোকস এবং জো রুটের মতো তারকা। কাজেই সকলকে যদি বাড়তি গুরুত্ব দিতে হয়, তা হলে নিজের দল নিয়ে ভাবার সময়ই পাওয়া যাবে না। সেরা দল এবং সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলতে হলে নিজেদেরও সেরা প্রমাণ করতে হয়।”